বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

Unknown

টি-টুয়েন্টির জন্য বাংলাদেশ দল


জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে
জিতে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ, তবে সফরকারীদের বিপক্ষে এখনও বাকী আছে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ । জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার আনন্দ উদযাপনের সময়’ই ঘোষণা করা হলো আসন্ন টি-টুয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড।
ওয়ানডে সিরিজ সাফল্য পাওয়ার ফলে টি-টুয়েন্টি সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের উপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা। যার ফলে দীর্ঘদিন পর টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস, এছাড়া ওয়ানডের পর এবার টি-টুয়েন্টিতেও দেশের হয়ে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
দুই ম্যাচের টি-টুয়েন্ট সিরিজের ম্যাচগুলো আগামী ১৩ নভেম্বর ও ১৫ নভেম্বর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টুয়েন্টির বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

Subscribe to get more videos :